নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেঃ রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা যেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটের পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন করতেন তারা শেখ হাসিনার হয়ে কাজ করতো। এদের কাছে অবাধ সুষ্ট নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন এটার কোন মূল্যই ছিল না। ভোটারদের কোন দামই ছিল না।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। নির্বাহী বিভাগ যদি তাদের অন্যায় আদেশ করেন তাবে তা না শুনার অধিকার তাদের আছে।’
এর আগে তিনি নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জল কুমার মণ্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মানবকণ্ঠ/এসআর
Comments