Image description

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার বা‌লিয়া‌টি ইউ‌নিয়নের বাগবা‌ড়ি শিমু‌লিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হেলার উ‌দ্দিনের মৃত্যু হয়েছে। শ‌নিবার (২৩ নভেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত হেলাল উ‌দ্দিন বাগবা‌ড়ি শিমু‌লিয়া এলাকার মৃত আব্দুল ল‌তি‌ফের ছেলে।

জানা গেছে, নিহত হেলা‌ল উদ্দিনের সাথে জ‌মি‌র আইল ও পা‌নি দেওয়া নিয়ে প্রতিবেশি চান্দুর সা‌থে বিরোধ বাধে। গত ৫ নভেম্বর দুপুরে কথা কাটাকা‌টির এক পর্যায়ে চান্দু ও তার ছেলে জা‌কির হোসেন মিলে প্রতিবেশি হেলাল ও তার ছেলে খোকনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন হেলাল ও তার ছেলে খোকনকে উদ্ধার করে সাটু‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হ‌চ্ছিল। শনিবার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হেলাল উদ্দিন।

এবিষয়ে সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শা‌হিনুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থানায় এক‌টি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। এখন পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/এসআর