সিরাজগঞ্জের তিনটি উপজেলায় স্থাপিত ছয়টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণসহ ঝুঁকিপূর্ণ পরিবেশে কারখানা পরিচালনা করায় এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের দিনভর অভিযানে এই কার্যক্রাম পরিচালনা করা হয় । অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনা (ভূমি) আফিফান নজমু।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ লঙ্ঘন করে কারখানা স্থাপন ও কার্যক্রম পরিচালনা করায় কারখানা ছয়টির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সংযোগ বিচ্ছিন্ন কারখানা গুলো হলো- সদর উপজেলার গাড়ুদহ এলাকার হাজী মাসরাইজ এন্ড প্রসেস মিল, বিসমিল্লাহ মাসরাইজ এন্ড প্রসেস মিল, সোনালী একতা মাসরাইজ এন্ড প্রসেস মিল, বেলকুচি উপজেলার তামাই এলাকার মেসার্স মুন্সি ব্রাদার্স মাসরাইজ এন্ড প্রসেস মিল ও শাহজাদপুর উপজেলার খুকনি এলাকার মেসার্স তালহা মাসরাইজিং ও হাফেজ মাসরাইজিং প্রসেস মিল।
এ সময় প্রত্যেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও গ্যাস সেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments