Image description

কার্ডধারী ১ কোটি পরিবারের বাইরে ১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার। এবার এই ১ কোটি পরিবারের বাইরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাভুক্ত ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মাঝে প্রাথমিকভাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হতে পারে।

মানবকণ্ঠ/আরআই