Image description

কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ জুলাই উপ-কর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে তারেক রহমানের বিরুদ্ধে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন খাত থেকে এক কোটি ৪৭ হাজার টাকা আয় করেন। তবে তিনি আয় বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দিয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

মানবকণ্ঠ/এসআর