অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে আগামীকাল বৃহস্পতিবার জাহাজ চলাচলের দিনক্ষণ ঠিক করা হলেও যাত্রী সংকটের কারণে তা পিছিয়ে ১ ডিসেম্বর জাহাজ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। এদিকে, সেন্টমার্টিন যাওয়ার জন্য একটি মাত্র জাহাজকে অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজার জেলা প্রশাসন সালাহউদ্দিন আহমেদ জানান, কেয়ারী সিন্দাবাদ নামের একটি জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটক নিয়ে যাতায়াতের অনুমতি চেয়ে আবেদন করেছে। জাহাজের ফিটনেস এবং কাগজপত্র পর্যালোচনা করে কেয়ারী সিন্দাবাদকে কক্সবাজার সেন্টমার্টিন নৌরুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
কেয়ারী সিন্দাবাদের কক্সবাজার ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটন নিয়ে তাদের জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে কক্সবাজার থেকে ছেড়ে যাবে।’
এদিকে, সরকারি সিদ্ধান্তের আলোকে প্রতিদিন সেন্টমার্টিন যেতে পারবেন দুই হাজার পর্যটক।
সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।
Comments