বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ সহায়তা চাইলে সেটি দেবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি)। বুধবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সিনিয়র ট্রায়াল আইনজীবী এসা মবাই ফাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান কৌঁশুলি করিম এ এ খানের ঢাকা সফর শেষে সিনিয়র ট্রায়াল আইনজীবী এসা মবাই ওই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, যদি কোনও দেশ চায় তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত কারিগরি সহায়তা, প্রশিক্ষণ বা দিকনির্দেশনা দিতে সবসময় প্রস্তুত আছে।
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান কৌঁশুলি বাংলাদেশের কাছ থেকে অনেক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ সহায়তা না করলে আমাদের পক্ষে এখানে কাজ করা দুরুহ ছিল। অবশ্যই বাংলাদেশ যদি অনুরোধ করে, তবে প্রধান কৌঁশুলির অফিস সহায়তা করতে প্রস্তুত আছে।
Comments