Image description

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ওরফে টিভি আনোয়ার এবং টঙ্গী পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ব্যাপক সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে ছুরিকাঘাতে গুরতর আহত হন হৃদয় নামের এক গাড়িচালক। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর মধ্যে গতকাল সন্ধ্যায় আবারও সেখানে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় এলাকায় বিশৃঙ্খলা বা সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে বিপ্লব ও সজীবকে  নামে  দুইজনকে আটক  করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার হাফিজুল ইসলাম ও সেনাবাহিনীর গাজীপুর অঞ্চলের দায়িত্বরত মেজর আসিফ। অভিযান শেষে গ্রেপ্তার আসামিদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, ‘এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। আগে থেকে টের পেয়ে ঘটনায় জড়িত অনেকেই এলাকা থেকে পালিয়েছেন। তারপরও ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই একটি চাঁদাবাজির মামলা আছে।’

মানবকণ্ঠ/এসআর