Image description

সোনাডাঙ্গা বাস টার্মিনালে রাখা যাত্রীবাহী বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরে পুড়ে মারা গেছে মো. শরীফ (১২) নামে এক শিশু হেলপার।  মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন, রাতে সুন্দরবন পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে খুলনায় আসে । হেলপার মো: শরীফ গাড়ি পরিস্কার করে রাতে সেখানে মশা তাড়ানোর জন্য কয়েল ব্যবহার করে ঘুমিয়ে পড়ে। ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত। ‘আগুন লাগার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর বাস থেকে শরীফ নামে এক শিশু হেলপারের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন জানান, রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়।

পরিবহন শ্রমিকরা জানান, বাসের অনেক হেলপা রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মানবকণ্ঠ/এসআর