Image description

সৌদি আরবই ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। আর ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সে সঙ্গে ১৯৩০ বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষ্যে দক্ষিণ আমেরিকার তিনটি দেশেও একটি করে ম্যাচ হবে। আজ বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুই বিশ্বকাপের আয়োজক নির্ধারণের ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দিয়েছে।

বুধবার বিশেষ ভার্চুয়াল কংগ্রেসের পর ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই সিদ্ধান্ত ঘোষণা করেন। দুইটি বিশ্বকাপ আয়োজনের জন্য মাত্র একটি করে বিড করা হয়েছিল এবং দুটিতেই সায় দেওয়া হয়েছে।

২০৩০ বিশ্বকাপে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা- তিনটি মহাদেশ আয়োজকের দায়িত্ব পালন করবে। এর আগে সর্বোচ্চ তিনটি দেশ (২০২৬) দায়িত্ব পেলেও, এবারই প্রথম একাধিক মহাদেশে ম্যাচ হতে দেখা যাবে।  

মরক্কো, স্পেন ও পর্তুগালের সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। আর প্রথম বিশ্বকাপের দুই আয়োজক উরুগুয়ে ও আর্জেন্টিনার সঙ্গে ওই অঞ্চলের দেশ প্যারাগুয়েও টুর্নামেন্টের শতবার্ষিকী উদ্‌যাপনের ম্যাচ আয়োজন করবে।

এই ছয় আয়োজকের মধ্যে উরুগুয়ে, আর্জেন্টিনা ও স্পেন এর আগেও বিশ্বকাপ আয়োজন করেছে। তবে পর্তুগাল, প্যারাগুয়ে এবং মরক্কো প্রথমবারের মতো আয়োজক হবে।

এদিকে ২০২২ বিশ্বকাপ কাতারকে আয়োজন করতে দিয়ে অনেক সমালোচনার জন্ম দেওয়া ফিফা এবার এরচেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে। ২০২৩ সালেই ফিফা জানিয়ে দিয়েছিল ২০৩৪ বিশ্বকাপ এশিয়া বা ওশেনিয়া অঞ্চলে অনুষ্ঠিত হবে। এশীয় ফুটবল কনফেডারেশন সৌদি আরবের বিডকে সমর্থন দিয়েছে।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া একটি যৌথ বিড করার চিন্তা করলেও পরে সেখান থেকে সরে দাঁড়িয়েছে। দুই বিশ্বকাপ আয়োজনেই একক বিড থাকায় এবার আর সদস্যদের কাছ থেকে ভোট চায়নি ফিফা। বরং এই আয়োজনের পক্ষে না বিপক্ষে সেটা জানতে চাওয়া হয়েছিল। এবং সেটাও যৌথভাবে দুই বিশ্বকাপের জন্য।