ঘন কুয়াশার কারণে দুই দফায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চালু হয়।
এর আগে, দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় প্রচন্ড শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। এর পর থেকেই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি আরও জানায়, আজ ভোর ৬টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর কিছু সময় পরই কুয়াশায় নদীপথ আবারও অস্পষ্ট হয়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
Comments