Image description

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষ তিন দিন ধরে তালাবদ্ধ করে রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। ফলে পরিষদের সব কার্যক্রম বন্ধ থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। তবে কী উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা এ কাণ্ড করছে তা জানেন না ইউপি চেয়ারম্যান।

বিএনপির এ কর্মকাণ্ডে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকায়। হাট-বাজারসহ ছোট বড় দোকানে বইছে ব‍্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।

বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক জানান- কী উদ্দেশ্যে, কেন বিএনপির নেতাকর্মীরা এ কাণ্ড করছে আমার জানা নেই।  সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী।

কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, সরকারি অফিসে তালা লাগিয়ে দেওয়া চরম অপরাধ।নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি তালা খুলে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওয়ার্ড জনপ্রতিনিধিরা বলেন, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ইউনিয়ন বিএনপির রফিজুল ইসলাম দর্জি ও থানা বিএনপির সহ-সভাপতির নেতৃত্বে পরিষদের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা জোরপূর্বক পরিষদের ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিষদে থাকা সেবাপ্রার্থীসহ সবাইকে বের করে দেয়। পরে পরিষদের প্রত্যেক কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/এসআর