মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১
যশোরের ঝিকরগাছায় গাজীর দরগাহ এলাকায় দরগাহ ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে গাছের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান।
এ ঘটনায় বুলু মিয়া (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাসের চালক শামসুর রহমান ও মোটরসাইকেল আরোহী ডুমদিয়া জামে মসজিদের ইমাম আহসান কবীর (২৮)।
নিহত পথচারী বুলু মিয়া গাজির দরগাহ এলাকার মাওলানা হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন নামের একটি এসি বাস দ্রুত গতিতে আসছিল। গাজীর দরগাহ পাম্পের সামনে পৌঁছালে রাস্তা ক্রস করে পার হতে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওই মোটরসাইকেল আঘাত করে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সজোরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, বাস দুর্ঘটনায় একজন পথচারী মারা গেছেন। বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয় জনগণ বাকী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। গুরুতর আহতদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন নামের একটি বাস দুর্ঘটনায় একজন পথচারী মারা গেছেন। আইনআনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments