Image description

রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত বাসচাপায় স্বামী-স্ত্রীসহ মোটরসাইকেলের আরোহী তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন পবা হাইওয়ে থানার সাব ইন্সেপেক্টর (এসআই) ফিরোজ হোসাইন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)।

নিহত ফাতেমা ও যুথি উপজেলার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে। আর হানিফ ব্যবসায়ী ছিলেন। হানিফের স্ত্রী ফাতেমা রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পবা হাইওয়ে থানার সাব ইন্সেপেক্টর (এসআই) ফিরোজ হোসাইন জানান, দুপুর রাজশাহী শহরে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে আবু হানিফ, ফাতেমা ও যুথি পুঠিয়ায় সদরে ফিরছিলেন। পথে নাটোর থেকে আসা রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে হানিফ ও যুথি মারা যান। পরে ফাতেমাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।

তিনি আরও বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সড়কের বিভিন্ন স্থানের সিসি টিভি ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই ফিরোজ হোসাইন।

মানবকণ্ঠ/এসআরএস