Image description

ক্যান্সারে আক্রান্ত হবার পরে দীর্ঘদিন থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে চিকিৎসার জন্য কাজ থেমে নেই অভিনেত্রীর হিনার। বর্তমানে তিনি আবুধাবিতে রয়েছেন এবং সেখানকার কিছু সুন্দর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

হিনা যে হোটেলে থাকছেন সেখান থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন। নীল-সাদা রঙের পোশাকে অভিনেত্রীকে অনবদ্য দেখাচ্ছে। ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘হ্যালো ডিসেম্বর।’ অভিনেত্রীকে আনন্দ করতে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

ক্যান্সারের সঙ্গে লড়াই সত্ত্বেও মুখের হাসি সবসময় ধরে রাখতে চান। প্রতি মুহূর্তের আপডেটও দেন সকলকে। সম্প্রতি, হিনা ভক্তদের ইনস্টাগ্রাম স্টোরিতে হোটেলের ঘরের কিছু ঝলক তুলে ধরেছিলেন এবং বিভিন্ন ছবিও শেয়ার করেছেন।