এইতো মাত্র তিনদিন আগে মেলবোর্নে পৌঁছে বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান বিরাট কোহলি। সেই ঘটনার রেশ না কাটতেই গতকাল (শনিবার) তেমনই আরেকটি ঘটনা ঘটেছে। আগামী ২৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বক্সিং ডে টেস্টে। তার আগে দুই দলের ক্রিকেটারদের মন্তব্য নেওয়ার জন্য সংবাদকর্মীরা ছুটে যাবেন-এটাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে বাধ সেধেছে।
গতকাল রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। বিপরীতে জাদেজা স্বদেশি গণমাধ্যমের কাছে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন। সবমিলিয়ে বক্সিং ডে টেস্টের আগে মাঠের বাইরেই রোমাঞ্চ ছড়াচ্ছে আলাদা দ্বৈরথ। যা মানতে পারছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরা।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, মেলবোর্ন বিমানবন্দরে নেমেই এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান বিরাট কোহলি। তার ধারণা– ওই সাংবাদিক কোহলির সঙ্গে থাকা স্ত্রী আনুষ্কা শর্মা ও দুই সন্তান ভামিকা-অকায়ের ফুটেজ নিচ্ছিলেন। যা দেখে ক্ষুব্ধ কোহলি চ্যানেল নাইনের সাংবাদিককে শাসান এবং ছবি না তুলতে অনুরোধ করেন তিনি। কোহলিকে অবশ্য পাল্টা জবাব দিয়ে সেই সাংবাদিক বলেন, ‘বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই।’
Comments