কালিয়াকৈরে চাঁদা উঠানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা উঠানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবুল কালাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছে । শনিবার রাতে উলুসাড়া চকিদারের টেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকায় হারুনুর রশিদের আল্লাহর দান বেকারিতে চাঁদার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাত ৯ টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম ও শাহরিয়ার নাফিজসহ কয়েকজন হারুন অর রশিদের আল্লাহর দান নামের বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে আল্লাহর দান বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, একটি বেকারিতে চাঁদা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ও হামলার ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মানবকণ্ঠ/এসআর
Comments