Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. রাশেদ (২৮) চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর এলাকার আব্দুর রউফের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেল নিয়ে ১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। বেড়ানো শেষ করে শনিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। রাতে মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকা অতিক্রমের সময় পেছনে থাকা ঢাকামুখী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাশেদের মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাশেদ মারা যায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ১২ জন বন্ধু কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে শুকলাল হাট বাজার এলাকা ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মো. রাশেদ। এতে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/এসআর