Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজনের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত ওই পুলিশ সদস্য বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রুহুল আমিন ওই গ্রামের আব্দুল হকের ছেলে। সে কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তির বাবা আব্দুল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে তাদের বসত বাড়ির আঙ্গিনায় বসার মাচায় বসেছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুর সহ অজ্ঞাতনামা ২- ৩ জন অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় তারা ছেলেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে আহত রুহুল আমীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/এসআর