নাটোরের লালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিলমাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জিহাদ লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিনের ছেলে। জিহাদ লালপুরের বিলমাড়িয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে বাড়ির পাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল জিহাদসহ কয়েকজন। রাত সাড়ে ১১টার দিকে খেলা শেষে বৈদ্যুতিক লাইনের সংযোগ খোলার সময় অসাবধানতাবশত জিহাদ বিদ্যুতায়িত হয়। পরে খেলার সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিহাদের মৃত্যু হয়।
আজ বিলমাড়িয়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় জিহাদকে। জিহাদের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার, স্বজন ও বন্ধুরা।
মানবকণ্ঠ/এসআর
Comments