তুরস্কের একটি হাসপাতালে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওই হাসপাতালের ভবনে প্রথমে সরাসরি ধাক্কা লাগে হেলিকপ্টারের। এরপর এটি নিচে আছড়ে পড়ে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হসপিটাল থেকে উড্ডয়ন করে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয়। এতে তখন দুজন পাইলট ছিলেন। এ ছাড়া আরোহী ছিলেন একজন চিকিৎসক ও আরেকজন স্বাস্থ্যকর্মী।
মুগলার আঞ্চলিক গভর্নর ইদরিস আকবিয়িক সাংবাদিকদের বলেন, উড্ডয়নের পর প্রথমে হেলিকপ্টারটি ভবনের চতুর্থ তলায় ধাক্কা লাগে। এরপর নিচে পড়ে যায়। তবে এতে হাসপাতাল ভবন কিংবা নিচে থাকা কেউ হতাহত হয়নি।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ঘটনাস্থলে হেলিকপ্টারের বিভিন্ন অংশ পড়ে আছে।
Comments