Image description

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।সোমবার বেলা পৌনে ১১টার দিকে তাকে সেখানে দাফন করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুয়াজ আরিফ বলেন, "আমরা এক ভাই, এক বোন। ছোটবেলা থেকেই কোর্টের আবহে বড় হয়েছি। বাবার সঙ্গে যোগাযোগ করতে হলে শুধু শনিবারের দিনটি পেতাম। পরে তার সঙ্গে চেম্বারে কাজ শুরু করার পর বাবাকে কাছ থেকে জানার সুযোগ পাই। বাবা একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন, যা সবাই জানেন। তিনি আমাদের প্রতি সবসময় যত্নশীল ছিলেন। আমি বিশ্বাস করি, তার রেখে যাওয়া কাজ দেশকে উপকৃত করবে।"

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসান আরিফ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মানবকণ্ঠ/আরআই