Image description

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে থেকে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।  আজ সোমবার(২৩ ডিসেম্বর) সকালে পদ্মা নদীতে জাল ফেলে জেলে কালাম হলদার এই মাছটি ধরেন। মাছটি একনজর দেখতে স্থানীয় মৎস্য আড়তে ভিড় জমায় উৎসুক জনতা। পরে মাছটি প্রকাশ্যে নিলামে ২৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩শত টাকায় বিক্রি হয়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা জানান, সকালে পদ্মা নদীতে জাল ফেলেন জেলে কালাম হলদার। তার জালে বিশাল আকৃতির বোয়ালটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে এলে নিলামে আমি ২৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩শত টাকায় কিনে নিই। পরে একজন ক্রেতার কাছে ২৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২শত টাকায় বিক্রি করেছি।

মানবকণ্ঠ/এসআর