পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী
প্রেসক্লাব পীরগাছার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পরিবেশের তোজাম্মেল হক মুন্সী ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের সৈয়দ আলী। রোববার বেলা তিনটায় প্রেসক্লাব কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া।
তোজাম্মেল হক মুন্সীর প্রতিদ্বন্দ্বী ছিলেন করতোয়ার এম খোরশেদ আলম, সৈয়দ আলীর প্রতিদ্বন্দ্বী ছিলেন আজকের পত্রিকার তাজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের আহ্বায়ক শাহ কামাল ফারুক লাবু, সদস্য সচিব শাহ জাহান সিরাজ মাসুদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সিরাজুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন খুসি, জুয়েল হোসেন মন্ডল, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এদিকে তোজাম্মেল হক মুন্সী সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী নির্বাচিত হওয়ায় জেলা-উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সচেতন মহল তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মানবকণ্ঠ/এসআর
Comments