Image description

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় ট্রাক চাপায় কারখানার নাইটগার্ড মামুন খান নিহত হন।
নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ দিকে সকাল ৯টার দিকে সখীপুর থানার সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জয়েন উদ্দিন নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের গনি মিয়ার ছেলে।
অন্যদিকে কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুবকর নামে এক অটোরিকশা চালক নিহত হন। আবুবকর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআরএস