Image description

জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে মৌলভীবাজারের লাঠিটিলা বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার । সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংরক্ষিত বনাঞ্চলে এই প্রকল্প বাস্তবায়ন হলে জীব বৈচিত্র্যের বিশাল ক্ষতি হতো। এই প্রকল্প আগেই বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আজ (সোমবার) এটা একনেকের মাধ্যমে বাদ দেওয়া হলো।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের আইন অনুযায়ী মৌলভীবাজারের এই অঞ্চলটা জীব বৈচিত্র্য সংরক্ষিত এলাকা। এখানে ইকো পার্ক করা হয় পর্যটনের জন্য। সমীক্ষা করে দেখা গেছে— জীব বৈচিত্র্য বিশেষ করে হাতিদের চলাফেরাসহ অন্যান্য জীবজন্তুর ভীষণ ক্ষতি হবে। কিছু কিছু বনাঞ্চলে আমরা সাফারি পার্ক করেছি। কিন্তু সব দেশেই কিছু কিছু বন অঞ্চল সংরক্ষিত থাকা উচিত। ইকোলজিক্যালি সেনসেটিভ অঞ্চল। সেটা সংরক্ষিত হিসেবে থাকে। এটা আগে থেকেই সংরক্ষিত অঞ্চল ছিল। কেনও এখানে ইকোপার্কের জন্য এক বড় প্রকল্প হয়েছিল সেটাই আশ্চর্যের বিষয়।

মৌলভীবাজারের সংরক্ষিত বন লাঠিটিলা বনের ৫ হাজার ৬৩১ একর জমিতে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ২০২৩ সালের ৯ নভেম্বর অনুমোদিত হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মানবকণ্ঠ/এসআর