বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে আর হবে না। বাইরের কিছু দেশ চায় বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। এ দেশের মানুষ ভালো থাক তা তারা চায় না। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, দেশে যখনই ভোট হোক না কেন, বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে এ দেশের সাধারণ জনগণ। ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই, তারা দেশকে নরকে পরিণত করেছিল। এ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। এ জন্য এতদিন ভারত তাদের ভোটবিহীন ক্ষমতায় বসিয়েছিল।
মানবকণ্ঠ/এসআর
Comments