Image description

সম্প্রতি প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদর এই বলি তারকা মালাইকার। বর্তমানে তিনি সিঙ্গেল আছেন। জীবনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছেন এবার সেই কথাই শেয়ার করেছেন।

সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিয়ে করার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত? তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

মালাইকা বিশ্বাস করেন, স্বামী-স্ত্রীর দুইজনেরই আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পরেও মেয়েদের নিজের পরিচয় ধরে রাখতে হবে।

এছাড়া স্বামী-স্ত্রী উভয়কেই নিজেদের স্বাধীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মালাইকা মনে করেন, বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচিতিটা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত।

মালাইকা আরও বলেছেন, একসঙ্গে সংসার করার সময় স্বামী-স্ত্রী কারোরই নিজের পরিচয় হারানো উচিত নয়। তার মতে, যদি আপনি আপনার সঙ্গীর পদবী গ্রহণ করেন, তবুও নিজের ব্যক্তিগত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা। ২০১৭ সালের মে মাসে তাদের আইনি বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন অভিনেত্রী। কিন্তু সে সম্পর্কেও হানা দিল বিচ্ছেদের সুর।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা । 

মানবকণ্ঠ/আরআই