Image description

সাভার ও আশুলিয়ায় প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে এফবিসিসিআইর সাবেক পরিচালক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে। বুধবার সকালে প্রতারক কাজী এরতেজার শাস্তির দাবিতে রাজধানীর খিলক্ষেত থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

কর্মসূচিতে ভুক্তভোগীরা বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার সরকারের দালালি ও প্রচারণা করেছে কাজী এরতেজা হাসান। জমির দলিল জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে কাজী এরতেজা বিভিন্ন মিথ্যা মামলা ও হামালার ভয় দেখায়। তাবলিগ জামাত কিভাবে বাংলাদেশ থেকে বন্ধ করা যায় সেই লক্ষ বাস্তবায়নে কাজী এরতেজা হাসান ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাই-আগস্টে ছাত্র আন্দলনে ছাত্রদের উপর সারসরি হামলা ও আন্দোলনকে প্রতিহত করার জন্য ফেসবুকে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্ট দেয় কাজী এরতেজা হাসান। আমরা এই দালাল ও প্রতারকের সর্বোচ্চ শাস্তি চাই।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ভুক্তভোগী সিএনজি ড্রাইভার মো. জসিম বলেন, ১২ বছর আগে সাভারের আশুলিয়ায় আমি একটি জমি কিনি প্লট আকারে। মাসিক কিস্তি হিসাবে সাড়ে ৩ লাখ দেওয়া হয় ড. কাজী এরতেজা হাসানকে। ছয় মাসের মধ্যে আমার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও প্লট রেজিস্ট্রি করে দেয়নি। টাকাও ফেরত দিচ্ছে না। জমি বা টাকা চাইতে গেলে মামলা এবং গুম করার ভয় দেখায়। আমি নারী কেলেঙ্কারিতে জড়িত কাজী এরতেজা হাসানের সর্বোচ্চ শাস্তি চাই।

প্রতারণায় অভিযুক্ত এফবিসিসিআইর সাবেক পরিচালক ড. কাজী এরতেজা হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মোঃ আজাহারুল ইসলাম বলেন, এই প্রতারক চক্রের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।