Image description

সম্প্রতি রাজধানীর রূপায়ণ টাওয়ারের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেন্ডস প্রিমিয়ার লীগের সিজন-৪ এর (এফপিএল) গ্রুপ ড্র পর্ব। অংশগ্রহণ করা দলগুলো হল— বয়েস অব টিম শরিয়তপুর, চাটগাঁর নওজোয়ান, কক্সস রকার্স, কুমিল্লা এক্সট্রিমস, ঢাকা ইউনাইটেড, গাজীপুর গ্যাংস্টারস, যশোরিয়ান ৯৫-৯৭, মুন্সিগঞ্জ ওয়ারিয়র্স, নোয়াখালী কিংস, রাজশাহী চ্যালেঞ্জার্স, সিলেট ডিনামাইটস এবং ইউনাইটেড নারায়ণগঞ্জ।

এদিকে ড্র‍‍`তে মোট চারটি গ্রুপে খেলবে দলগুলাে। এর মধ্যে গ্রুপ এ’তে রয়েছে: মুন্সিগঞ্জ ওয়ারিয়র্স, গাজীপুর গ্যাংস্টারস ও সিলেট ডিনামাইটস। গ্রুপ বি’তে রয়েছে: নোয়াখালী কিংস, ঢাকা ইউনাইটেড ও চাটগাঁর নওজোয়ান। গ্রুপ সি’তে রয়েছে: যশোরিয়ান ৯৫-৯৭, কুমিল্লা এক্সট্রিমস ও বয়েস অব টিম শরিয়তপুর। গ্রুপ ডি’তে রয়েছে: ইউনাইটেড নারায়ণগঞ্জ, রাজশাহী চ্যালেঞ্জার্স ও কক্সস রকার্স।

এছাড়া এফসিএল সিজন-৪ এর উদ্ভোধনী ম্যাচ খেলবে মুন্সিগঞ্জ ওয়ারিয়র্স বনাম গাজীপুর গ্যাংস্টারস।

এবার সিজন-৪ আয়োজনটি গত সিজনগুলোর তুলনায় আরও বেশি জাঁকজমক ও জমকালো হবে বলে আশা আয়োজক কমিটির।

উল্লেখ্য, ৯৫-৯৭ এফপিএল (ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ) সিজন-১ ছিল নরসিংদীতে, সিজন-২ আয়োজনটি ছিল ঢাকায়, সিজন- ৩ ছিল চট্টগ্রামে, আর এবার সিজন-৪ আয়োজনটি ১০ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের গভর্মেন্ট ফিজিক্যাল কলেজ মাঠ- এ।