Image description

দীর্ঘ ১১ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ব্যারিস্টার রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার মাহমুদ আল-মামুন হিমু। 

তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন। দিবাগত রাত ১টার দিকে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যদিও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীর। কিন্তু নির্ধারিত ফ্লাইট ডিলের কারণে তিনি পৌঁছাতে দেরি হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। 

পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন, এবং আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। এরপর গত সেপ্টেম্বরে এবিপার্টি থেকেও পদত্যাগ করেন সিনিয়র এই আইনজীবী। 

মানবকণ্ঠ/এসআরএস