Image description

যুদ্ধবিধ্বস্ত সুদানে অন্তত পাঁচটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। আগামী মে মাসের মধ্যে আরও পাঁচটি অঞ্চলে এই ভয়াবহ সংকট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইন্টিগ্রেটেড ফুড ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, উত্তর দারফুরের অবরুদ্ধ রাজধানী আল-ফাশিরে অবস্থিত আবু শউক ও আল-সালাম নামের দুটি শরণার্থীশিবিরে দুর্ভিক্ষের অবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোর্দোফান রাজ্যের দুটি এলাকাও দূর্ভিক্ষের কবলে রয়েছে। আর গত আগস্টে প্রথম চিহ্নিত দুর্ভিক্ষ উত্তর দারফুরের জামজাম শিবিরে এখনও অব্যাহত রয়েছে। উত্তর দারফুরের উম কাদাদাহ, মেলিট, আল-ফাশির, তাউইশা এবং আল-লাইট এলাকায় মে মাসের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আইপিসি।

আইপিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুদানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ প্রায় ২ কোটি ৪৬ লাখ মানুষ জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার জন্য নির্ভরশীল হবে। যেখানে গত জুনে প্রাথমিকভাবে এই সংখ্যা ছিল ২ কোটি ১১ লাখ।