Image description

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট। তার একমাত্র মেয়ে রাহা। প্রায় সময় মেয়ের সঙ্গে দেখা মিলে এই তারকা জুটির। স্টার কিড হওয়ার কারণে রাহার জনপ্রিয়তা আছে ভক্তদের মাঝে।

আর এ কারণে পাপারাজ্জিরা ছুটেই ছোট্ট এই স্টারকিডের ছবি তুলতে। মেয়ের জন্মের পর তার মুখ প্রায় একবছর প্রকাশ করেননি রণবীর-আলিয়া। গতবছর বড়দিনে মেয়ে সবার সামনে আনেন তারা। সেসময় থেকেই রাহার ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। একবছর পর মেয়েকে ফের পাপারাজ্জিদের সামনে দাঁড়ালেন এই তারকা দম্পতি। আর এবার নতুন আলোচনায় রাহা কাপুর।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এই বছর সেই রাহা প্রথম বারের জন্য ক্যামেরার সামনে ঘটালো এক অবাক কাণ্ড। বড়দিন বাবার কোলে চেপে ক্যামেরার সামনে আসতেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে রাহা বলে উঠল ‘হাই’, সেই সঙ্গে ফ্লাইং কিসও দেয়। রাহার এই ভিডিয়ো ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। পাপারাজ্জিরা শেয়ার ভিডিয়ো করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রণবীর, আলিয়া ও রাহা ক্রিসমাস উপলক্ষ্যে পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে এসেছেন।