Image description

সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বিভিন্ন নদ থেকে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটকসহ আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার সারী-৩ লালাখাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিজ ফারজানা আক্তার লাবনী।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জৈন্তাপুর উপজেলার গর্দ্দনা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইসলাম উদ্দিন (৩৪) ও একই গ্রামের কয়সর আহমেদ (২৮)।

এসময় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের সময় ছয়টি নৌকা ধ্বংস করে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়। বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫ এ দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এর পর দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে উপজেলার ৪নম্বর বাংলা বাজার ও আসামপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালিত হয়।

সেখানে বিভিন্ন বালু মহাল হতে নিষেধাজ্ঞা অমান্য করে বালু-পাথর উত্তোলন করায় ও স্তূপ করে রাখায় ২০ ট্রাক বালু ও পাথর জব্দ করা হয়। অপরদিকে পরিবেশ দূষণ করে ক্রাশার মিল চালানোর দায়ে দুইটি ক্রাশার মিলকে আর্থিক জরিমানা আদায় ও একটি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ক্রাশার মিল ও বালু পাথরের সাথে জড়িত থাকায় অন্তত ৮জন ব্যক্তির নিকট হতে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী জানান, বিভিন্ন নদ থেকে বালু উত্তোলনের অপরাধে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড ও আট জন থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/এসআর