Image description

খুলনার পাইকগাছার অসুস্থ গরীবদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব‍্যবস্থাপনায় মেডিকেল ক‍্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডা. মাগফুর রহমান।

ঢাকার ক‍্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি সুপরিচিত চিকিৎসক ডা. আবদুল মজিদ উপস্থিত থেকে নিজে রোগী দেখেন এবং চিকিৎসা করেন ।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র ও আর্থিক সহায়তা করেন  বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান দেশের প্রখ‍্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা.এস. এম খালিদুজ্জামান।