Image description

সামরিক স্থাপনায় হামলার অভিযোগে ৬০ জন বেসামরিক নাগরিকের প্রত্যেককে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর কারাবাসের সাজা দিয়েছেন পাকিস্তানের সামরিক আদালত। গতকাল বৃহস্পতিবার সামরিক আদালত এই রায় ঘোষণা করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর।

সাজাপ্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে সামরিক বা অন্য কোনো আদালতে আপিল করতে পারবেন না। গণসংযোগ দপ্তরের বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “এই জাতি, সরকার এবং সেনাবাহিনী সবসময় ন্যায়বিচারের প্রতি তাদের প্রতিশ্রুত অবস্থান দৃঢ় রেখেছে এবং এই মর্মে ঘোষণা করছে যে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যে রায় ঘোষণা করা হলো-তা কার্যকর করা হবে এবং কোনো অবস্থাতেই তা লঙ্ঘিত হবে না।”

একই অপরাধে আগের দিন বুধবার ২৫ জন বেসামরিককে কারাদণ্ড দিয়েছিলেন সামরিক আদালত। বিবৃতিতে সে তথ্যও উল্লেখ করেছে সেনা গণসংযোগ দপ্তর।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে ২০২৩ সালের ৯ থেকে ১১ মে পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক দাঙ্গা হয়। সে সময়েই ইতিহাসের প্রথমবারের মতো হামলার ঘটনা ঘটে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়।