Image description

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বরগুনা -বাকেরগঞ্জ সড়কের মির্জাগঞ্জ উপজেলার নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বরিশাল জেলার সদর থানাধীন বটতলা এলাকার আব্দুস সালামের ছেলে সুমন (৩৫)। সে নেপ্রো জেএম আই ফার্মা নামের কোম্পানির কর্মচারী বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা- বাখেরগঞ্জ মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার নিউমার্কেটে এলাকায় বরগুনা থেকে ছেড়ে আসা একটি পরিবহণ বরিশাল থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায় । এতে মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়। পরের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান মো. নুরুল ইসলাম বলেন, ফাঁকা জায়গায় ধাক্কা দিয়ে বাসটি চলে যায়। তাই বাসটি আটক করা যায়নি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/এসআর