Image description

কক্সবাজার শহরে অপহরণের আট ঘণ্টা পর আহাদ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে শিশুটির মরদেহ স্থানীয়দের সহায়তায় শহরের ডিসি পাহাড় এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিশুর পিতা আনোয়ারুল হক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বন্ধুর সাথে খেলতে বের হয় তার ছেলে আহাদ। এক পর্যায়ে দুইজন অজ্ঞাত ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে টেনে গাড়িতে তুলতে চাইলে আহাদের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। তবে পালাতে পারেনি আহাদ।

আনোয়ারুল হক বলেন, সন্ধ্যা নামার সাথে সাথে এলাকায় খোঁজ লাগানো হয়। জানানো হয় পুলিশকে। পুলিশকে জানানোর প্রায় দেড় ঘণ্টা পর রাত ১ টার দিকে আহাদের মরদেহ পাওয়া যায় শহরের কলাতলীর ডিসি পাহাড় এলাকার নিজ বাড়ির পাশেই একটি খালি প্লটের ভেতর।

প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন বলে জানান আনোয়ারুল ।

নিহত শিশু আহাদের চাচা মো: হানিফ জানান, নিথর দেহটি পাওয়ার পর দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেয়ার ৩ ঘণ্টা আগেই শিশুটি মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক তাদের নিশ্চিত করেন বলে জানান মো. হানিফ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, আজ বুধবার (৮ জানুয়ারি) কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার পর বাকি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মানবকণ্ঠ/এসআর