হোসেনপুরে প্রবাসীর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
প্রবাসীর ভাই তানিম আশরাফি জানান, বুধবার(৮ জানুয়ারি)রাত আনুমানিক ২ টার দিকে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত পিক আপ গাড়ি নিয়ে বাড়ির দেয়াল টপকে ভেতরের গেইট ও দরজা ভেঙে আমি ,আমার স্ত্রী এবং বাবাসহ বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে জিম্মি করে ঘরের কয়েকটি আলমিরা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুট করে। পরে তামিম কৌশলে বাড়ির ছাদে উঠে লাফিয়ে বাইরে গিয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুরবৃত্তরা পিকআপ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় হোসেনপুর-কটিয়াদি থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাবে।
মানবকণ্ঠ/এসআর
Comments