Image description

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম ভয়াবহ একটি। দেশের বিভিন্ন জায়গায় ঘন ঘন ভূমিকম্প হওয়ায় এটি আমাদের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী ভূমিকম্প পৃথিবীর বহু মানুষের জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি করতে পারে। তবে ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া জরুরি। নিরাপদ থাকার জন্য ভূমিকম্পের সময় কী করণীয়, চলুন জেনে নেয়া যাক- 

* ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নিন।

* ঘরে হেলমেট থাকলে মাথায় পরে নিন, অন্যদেরও পরতে বলুন।

* দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন।

* ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে আশপাশের সবাইকে বের হয়ে যেতে বলুন।

* যদি ঘর থেকে বের হওয়া না যায়, সে ক্ষেত্রে ইটের গাঁথুনি দেওয়া পাকা ঘর হলে ঘরের কোণে এবং কলাম ও বিমের তৈরি ভবন হলে কলামের গোড়ায় আশ্রয় নিন।

* আধাপাকা বা টিন দিয়ে তৈরি ঘর থেকে বের হতে না পারলে শক্ত খাট বা চৌকির নিচে আশ্রয় নিন।

* ভূমিকম্প রাতে হলে কিংবা দ্রুত বের হতে না পারলে সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে আশ্রয় নিন ঘরের কোণে, কলামের গোড়ায় অথবা শক্ত খাট বা টেবিলের নিচে।

* গাড়িতে থাকলে যথাসম্ভব নিরাপদ স্থানে থাকুন। কখনো সেতুর ওপর গাড়ি থামাবেন না।

মানবকণ্ঠ/এসআর