Image description

খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও সিটি করপোরেশন ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে কক্সবাজার সৈকতে মাথায় গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সি-গালের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

গোলাম রাব্বানি টিপু খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মো. গোলাম আকবরের ছেলে।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া এক মিশুক গাড়িচালক জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সি-গালের সামনে দিয়ে তিনি আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলির আওয়াজ শুনেন এবং গোলাম রাব্বানিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলাম রাব্বানিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ করে জানতে পেরেছি নিহত গোলার রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সঙ্গে আর কেউ ছিলেন কি না তার নিশ্চিত হওয়া যায়নি। খুনিদের ধরতে পুরো শহর ঘিরে ফেলেছে পুলিশ।

মানবকণ্ঠ/এসআরএস