গুগল ম্যাপে ভরসা করে বিপাকে পড়েছেন ভারতের আসাম পুলিশের ১৬ সদস্যের একটি তদন্তকারী প্রতিনিধি দল। অপরাধী ধরতে গিয়ে উল্টো তাদেরই গণধোলাই খেতে হলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ভারতের আরেক রাজ্য নাগাল্যান্ডের মোকোকচুং জেলায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, একটি তদন্তের কাজে বেরিয়েছিল আসাম পুলিশের ১৬ জন সদস্যের একটি দল। রাস্তা চেনা ছিল না। রাতের বেলা তাই গুগল ম্যাপে ভরসা রেখে এগিয়েছিলেন তারা। আর এভাবেই তারা পৌঁছে যান নাগাল্যান্ড।
এদিকে ১৬ জন অস্ত্রধারী অপরিচিত মানুষ দেখে সাবধান হয়ে যান নাগাল্যান্ডের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। হঠাৎ করে এলাকায় এতজন লোককে দেখে তাদের ধারণা হয়, এরা নিশ্চয় সন্ত্রাসী দল। এরপরই শুরু হয় গণপিটুনি! অপরাধী ধরতে গিয়ে শেষমেশ 'অপরাধী' হয়ে যান আসাম পুলিশের ওই ১৬ জন তদন্তকারী কর্মকর্তা!
আসলে নাগাল্যান্ডের স্থানীয় বাসিন্দারা তাদের চিনতে ভুল করেন। কারণ আসাম পুলিশের ওই সদস্যরা অধিকাংশই সাধারণ পোশাক পরেছিলেন। কিন্তু, তাদের কাছে অস্ত্র ছিল। পরে খবর পেয়ে নাগাল্যান্ডের পুলিশ তাদের উদ্ধার করে।
মানবকণ্ঠ/এসআরএস
Comments