Image description

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। সেই দাবানলে পুড়ে ছাই হয়েছে বিখ্যাত হলিউড হিলসও। বৃহস্পতিবার দাবানলে অনেক হলিউড তারকার বাড়িই পুড়ে ছাই হয়ে যায়। আর ভয়াবহ দাবানলের সময়টাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। ভয়াবহ সেই দাবানলেও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নোরা।

ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় লস অ্যাঞ্জেলেসের অভিজ্ঞতার ভয়াবহতা জানিয়ে নোরা বলেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’

ভারতে ফিরতে বিমানবন্দরে অবস্থান করলেও শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। নোরা বলেন, ‘আশা করছি, আমি বিমানে উঠে আজ ফিরতে পারব, ফ্লাইট বাতিল হবে না। এখানে পরিস্থিতি কতটা ভয়ংকর, বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’

এর আগে গতকাল প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম পোস্টে লস অ্যাঞ্জেলেসের দাবানলের একটি মর্মান্তিক ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘এটি বিধ্বংসী।’