Image description

বরিশালে শাহরিয়ার রাজীব নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নগরীর গোরস্তান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

শাহরিয়ার রাজীব মহানগর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী বলে জানা গেছে।

মুমূর্ষু অবস্থায় রাজীবকে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, হামলায় রাজীবের দুই পা, হাত ও বুক এলোপাতাড়ি কোপানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজার করে বাসায় ফেরার পথে পেছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে রাজীবকে কোপায়। রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় বাচ্চু নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। এর জেরে বাচ্চুসহ আরও একজন তার ভাইকে এভাবে কুপিয়েছে।

ওসি মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করতে এবং কুপিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। কারা এবং কেন এই হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। রাজীবের অবস্থা আশঙ্কাজনক, এবং তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/এসআর