Image description

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনীর একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে  তাকে আটক করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

আটক আসিফ ইকবাল একই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময়  আসিফ দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে দেশীয় অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আটক যুবক আসিফ ইকবাল ছাত্রদল নেতা। সে স্থানীয় কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় নানান অপরাধের সাথে জড়িত। 

মানবকণ্ঠ/এসআর