ভোলার চরফ্যাশনে খাবারের সন্ধানে লোকালয়ে আশা একটি মেছো বিড়ালকে উদ্ধার করে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করে বন বিভাগ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের ডাক্তার বাড়ি থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের দেলোয়ার ডাক্তার বাড়িতে হাঁস-মুরগি খেটে আসলে মেছো বিড়ালকে দেখে ওই বাড়ির লোকজন ধাওয়া করে। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় মেছো বিড়ালকে জীবিত আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে সকাল ৮ টার দিকে চরমানিকা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মেছো বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন চরমানিকা বনবিট কর্মকর্তা মো.আবুল কাশেম।
তিনি জানান, উদ্ধার হওয়ায় মেছো বিড়ালটি পুরুষ, তার ওজন আনুমানিক ২২-২৪ কেজি। এটি একটি উপকারী প্রাণী। আতঙ্ক হওয়ার কিছু নাই। এটি খাবারের সন্ধানে লোকালয় ঢুকে পড়েছে। বিড়ালটি উদ্ধার করে চর ইসলাম কেওড়া ম্যানগ্রোভ বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments