প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবেনা- গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবেনা। শুক্রবার সকালে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায় তাদের দ্রুত গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী একটি সুদ
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা কালযুগ পাড় করেছি। যাদের রক্ত ও চোখের পানির বিনিময়ে আমাদের এই অর্জন তাদের রক্তের ঋণ একটি অবাধ অংশগ্রহণ মূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শোধ করতে হবে।
গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সফি উদ্দিনসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments