Image description

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকা থেকে প্রায় সোয়া দুই কোটি ভারতীয় পণ্য জব্দ করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাত পৌনে ২টার দিকে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পানিহাতি তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। 

পরে কার্টন ভর্তি ভারতীয় সানগ্লাস ২০ হাজার ৮৪৪পিস, ভারতীয় শাড়ি ৪১টি, ভারতীয় বড় লেহেঙ্গা ১০টি, ছোট লেহেঙ্গা ৪টি, ভারতীয় ফেন্সি গাউন ১টি, ফেন্সি লেহেঙ্গা ১টি জব্দ করে বিজিবি ক্যাম্পে আনা হয়। যার প্রতি বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান রয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

মানবকণ্ঠ/এসআর