মাদারীপুরের শিবচরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সন্ধ্যার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা এলাকা এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিনহাজ ও জহির নামে দুইজনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর শিবচরের উত্তর বহেরাতলা এলাকায় হঠাৎ অসুস্থ একটি কুকুর দেখতে পান এলাকাবাসী। পরে ধাওয়া করলে কুকুরটি আক্রমণ চালায়। এতে শিশু মিনহাজ, জহির, হেলেনা, হিমেল, জুনাইনসহ ১০ জনকে কামড়ে আহত করে। পরে আহত সবাইকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইমরান আহম্মেদ জানান, আহতরের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments