Image description

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। উপজেলার রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারে নিচ থেকে আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান সিদ্দিকি। এসআই বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। ওই নারীর শরীরে পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে।  

এসআই আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।